দইছইদইছই
দইছইদইছই
খাদিজা বেগম
বুকের বামে তোমার প্রেমে
দইছইদইছই করে রে,
তোমায় ছাড়া আমার এই মন
ছট ফটাইয়া মরে রে।
চোখের নিচে দাগ জমেছে
জেগে জেগে রাত কাটে,
দিবানিশি মন ছুটে যায়
তোমার প্রেমের ঐ ঘাঁটে।
থাকলে রাজি ধরবো বাজি
এই প্রাণ তোমার তরে রে।।
আগুন ছাড়া পুড়ছে হৃদয়
দেখাবারও উপায় নাই,
ধোঁয়া ছাড়া জ্বলছে আগুন
পুড়ে পুড়ে মনটা ছাই।
যদি পারো ভালোবেসে
বাঁচাও তুমি আমারে।
তোমার চোখে চোখ পড়িলে
আমার নেশা ধরে যায়,
বারে বারে ঘুরে ফিরে
আমার এ মন তোমায় চায়।
হাত বাড়ালে ধরা দাও না
থাকো বুকের ভিতরে।।
Comments
Post a Comment