কালা কালা

 কালা কালা 

খাদিজা বেগম 


কালা কালা চিকন কালা

কালা কালা রে ও  কালা,

বলনা রে তুই কেন খুলিলি

আমার বন্ধ মনের তালা??


পাগল করলি আমারে তুই

মায়া মুখের ঐ হাসিতে,

ঘরের বাহির করলি রে তুই 

জাদু টোনার ঐ বাঁশিতে।

কই গেলিরে আমায় ছেড়ে 

তোর বিরহে মন উতালা।।


ভালবাসি বলে আমায় 

আমার শান্তি নিলী কেরে,

হাসি, খুশি সব নিয়ে তুই

অশান্তিতে দিলি ছেড়ে।

আগে তো আর বুঝি নাই রে 

কালার প্রেমে এত জ্বালা।।


এই দেহ, মন জ্বলে পুড়ে 

ঘুম আসে না দুটি চোখে,

মনে মনে খুব গোপনে 

দিবানিশি খুঁজি তোকে।

আয় ফিরে আয় এই বুকে আয় 

ভাল্লাগেনা আর একেলা।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান