স্রষ্টা জাগে
অনুভবে স্রষ্টা জাগে
খাদিজা বেগম
নারী-পুরুষ, ধনী-গরিব
ছোট-বড় ভাবার আগে,
মানুষেরে মানুষ ভেবে
প্রাপ্য সম্মান দেওয়া লাগে।।
সবার উপর মানুষ বড়
তার উপরে মানুষের রব,
মানুষেরে জন্য স্রষ্টা
তৈরি করছেন তার সৃষ্টির সব।
জাতী,ধর্মে ভাগ করো না
এই মানুষের ভাগে ভাগে।।
ঘরের মানুষ পরের মানুষ
সব মানুষই স্রষ্টার তৈরি,
মানুষেরে কষ্ট দিলে
তোমার স্রষ্টা হবে বৈরী।
কিছু মানুষ ধ্বংসের পথে
মিথ্যা, হিংসা, নিন্দা, রাগে।।
নিজের ধর্ম পাঠ কর ভাই
যেতে হবে শেষ বিচারে,
তাহার আদেশ না মানিলে
কি জবাব দেবে তারে?
মনব মনে অনুভবে
দিবানিশি স্রষ্টার জাগে।।
Comments
Post a Comment