তোমার শত্রু
তোমার শত্রু
খাদিজা বেগম
তোমার শত্রু বসত করে
তোমারি ওই মাটির ঘরে,
আশ্রয় প্রশ্রয় দিয়ে তাদের
তুমি রাখছো যত্ন করে।।
ওরা তোমার ভিতর থেকে
নিয়ে গেছে নৈতিকতা,
তাইতো তোমার চিন্তাভাবনায়
কাজে কর্মে নাই সততা।
কানায় কানায় ভরা তোমার
লোভ লালসা ওই অন্তরে।
অন্যজনের ক্ষতি করা
হয়ে গেছে তোমার পেশা,
প্রতিদিনই অন্যায় করা
হয়ে গেছে তোমার নেশা।
কর্মফলে ছাড়বে না তো
ধরবে তোমায় ঐ কবরে।।
আর কত কাল ধোঁকা দেবে
সহজ সরল মানুষেরে?
তোমার মরন আসিতেছে
দেখো তোমার দিকেই তেড়ে।
থাকতে সময় ফিরে এসো
সত্য ন্যায়ের এই পথ ধরে।।
Comments
Post a Comment