Posts

Showing posts from October, 2023

অনুরূপ

 অনুরূপ খাদিজা বেগম  বারে বারে ঘুরে ফিরে মনে পড়ে তোমাকে খুব, প্রথম দেখায় দিয়েছিলাম  আমি তোমার প্রেমেতে ডুব।। সেই দিন থেকে ডুবে আছি  তুমি আমি একিসাথে, একটু দূরে থাকলে তুমি  ঘুম আসে না আঁখি পাতে। ভুলতে পারি না কখনো  মন মাতানো তোমার ওই রূপ।। তুমি যেন আমার নিঃশ্বাস  আমার দুটি চোখের আলো, তোমার কথা না শুনিলে সবি লাগে এলোমেলো। দাও দেখা দাও কথা বলো  এমনি করে থেকো না চুপ।। ভুল না হয় সব আমার ছিল  তাই বলে কি যাবে চলে? তুমি ছাড়া একা আমি  শেষ হয়ে যাই চোখের জলে। মাফ করে দাও প্রিয়তমা  ভুল হবে না আর অনুরূপ।।

উপকারী মানুষ

 উপকারী মানুষ খাদিজা বেগম  কত সুযোগ এসেছিল উপকারী মানুষ হবার, সব কিছুতে লোভ মিশিয়ে ক্ষতি করলা তুমিই তোমার।। তোমার হাতে এসে ছিলো কতো সম্মান, অর্থ-সম্পদ, সর্বনাশা লোভে পড়ে করেছ তার সব খেয়ানত। ছিঃ ছিঃ তুমি কি করেছ পথ খুঁজো নেও তা শুধরাবার।। কতজনে তোমার প্রতি রেখেছিল তাদের আস্থা, সবার বিশ্বাস ভেঙ্গে দিয়ে  মূল্যহীন আজ তুমি সস্তা। পাপে পাপে জ্বলে পুড়ে তোমার ভিতর এর সব আঙ্গার।। কলুষিত, হিংস্র প্রাণী বিবেক, বুদ্ধি ছাড়া তুমি, লোভ লালসা পুষে রেখে  অন্তর করছ মরুভূমি। লোভ লালসার পতন করে  দাও খুলে দাও সততার দ্বার।।

তোমার আগমনে

 তোমার আগমনে  খাদিজা বেগম  মিথ্যে আশা দেবে তোমায় ভালো সাজা কতজনে, তার পরে আর তাদের করো পরবে না আর তোমায় মনে।। তোমায় তুমি মনে রেখো সজাক থেকে সামনে চলো, তোমার স্বপ্ন সত্যি হবে এই কথাটা নিত্য বলো। স্বপ্নের সাথে লেগে থাকো  কেউ না থাকুক তোমার সনে।। স্বপ্ন ছাড়া মিথ্যে মানুষ প্রাণীর মত বেঁচে থাকা, দুঃখ, কষ্ট যন্ত্রনাতেও  চালিয়ে যাও স্বপনের চাকা। আগে স্বপ্ন পরে স্বপ্ন  স্বপ্ন রাখো দুই নয়নে।। একটি স্বপ্ন ঘিরে থাকুক তুমি থাক তারি মাঝে, এমন স্বপ্ন দেখবে তুমি আলো দেবে এই সমাজে। এই পৃথিবী আনন্দ পায়  যেন তোমার আগমনে।।

পরগাছা

 পরগাছা খাদিজা বেগম  আর কত কাল থাকবো আমি  পরের ঘরে পরগাছা, তোমার ঘরে আমায় রাখ তোমার কাছে এ আশা।। পরের ঘরে পরেরে মতে  বেঁচে থাকাই যন্ত্রনা, তোমার ঘরে যাবো একদিন  এটাই আমার সান্তনা। ধৈর্য আরো বৃদ্ধি করো দূর করে দাও দূর্দশা।। কেন রাখো একই সাথে দুই মতের দুই বাসিন্দা, কেউ বুঝে না কারো হৃদয় হাসি মরে যায় কাইন্দা। বাইন্ধা রাখি তবু সংসার  কাটবে একদিন কুয়াশা।। আশায় আশায় দিন চলে যায়  বাড়ে বুকের বেদনা, এত বড় পৃথিবীতে  আমি যেন জেলখানা। কওয়া যায় না সওয়া যায় না তুমিই আমার ভরসা।।

অভাগী

 খাদিজা বেগম অভাগী ১৬/১০/২০১৯ আমি শুনাতে চেয়ে ছিলাম - আমার হৃদয়ের কথা, তুমি শুনলে না। আমি বুঝাতে চেয়ে ছিলাম- আমার মনের ব্যথা, তুমি বুঝলে না। আমি দেখাতে চেয়ে ছিলাম- আমার বুকের ক্ষত, তুমি দেখলে না। আমি ভাবাতে চেয়ে ছিলাম- আমার জীবন নিয়ে, তুমি ভাবলে না। আজকে কেন শুনলে তুমি- মানুষের মুখে মুখে,মৃত্যুর খবর? আজকে কেন বুঝলে তুমি- কাটবে বাঁশ, খুঁড়বে মাটি, গড়বে কবর? আজকে কেন দেখলে তুমি- সাদা কাফন সরিয়ে, নির্বাক মুখ? আজকে কেন ভাবলে তুমি- জড়িয়ে আমার লাশ, হারিয়েছো সুখ? আজকে কেন কাঁদলে তুমি- আমার নামটি ধরে, পাগলের মতো? ফিরবো না আর কোনো ডাকে- অভাগী যাচ্ছি চলে, জনমের মতো।  (( ভুল ধরিয়ে দিবেন ( প্লিজ ) ))

স্রষ্টার ভালবাসা

 স্রষ্টার ভালবাসা খালেদা বেগম  মহান স্রষ্টার ভালবাসা যদি তুমি পেতে চাও? মানুষেরে ভালবেসে  তোমার ভালবাসা দাও।। কথা দিয়ে আবার যেন কথা ফেরত নিও না, আশা দিয়ে কারো আশা আবার ভেঙ্গে দিও না। ভেবেচিন্তে কথা বলো  হিসাব করে পা বাড়াও।। কভু তুমি করোনা যে আমানতের খিয়ানত, স্রষ্টা ছাড়া অন্যের নামে  করবে না কোন মানত। তোমার ভিতর থেকে শিরক   একে একে সব তাড়াও।। শপথ করলে করতে হবে অদ্বিতীয় এক নামে, কষ্ট হলেও মানতে হবে যা আছে তার কালামে। তুমি শালীন কথা বল যাচাই করে হালাল খাও।।

তাল গাছেতে

 তাল গাছেতে খাদিজা বেগম  তাল গাছেতে তাল পাকিলে  ও তাল আপনি পরে খসে,  মনের সাথে মন মিলিলে  ও মন থাকে না আর বসে।। জোয়ার এলেই ভরবে নদী  ঢেউ এর পিছে ঢেউ ছুটিবে, ফাগুন এলেই ডাকবে কোকিল  ঘ্রাণ ছড়িয়ে ফুল ফুটিবে। ফুলের ঘ্রাণে প্রেমিক ভোমরা  যেন ফুলের কাছে আসে।। বৃষ্টির দিনে খিচুড়ি বেশ শীতে গরম গরম পিঠা, সর্বকালেই সেরা সঙ্গী যাহার মুখের কথা মিঠা। যার কথাতে দুঃখ পালায়  প্রাণ খুলে মন সুখে হাসে।। প্রেমিকের মন তুলার মতন  উড়ে বেড়ায় প্রেম তালাশে, কেউ জানেনা কেউ জানেনা  মন কেন যে ভালোবাসে। কার প্রেমেতে কে যে কখন  পরিণত হয় জিন্দা লাশে??

এক ফোঁটা প্রেম

 এক ফোঁটা প্রেম  খাদিজা বেগম  মনে জানে প্রাণে জানে সে জানেনা শুধু, মনে মনে সেজে থাকি আমি যারি বধূ। কালো চেনে সাদা চেনে সে চেনেনা মন, তারি তরে দাসী হতে কাটে না যে ক্ষণ। কত ফুল ঝরে গেল পরে গেল মধু।। কাটে না না না কাটে না  অপেক্ষার ক্ষণ, মানে না না না মানে না মনেতে শাসন। ভালবেসে কাছে এসে প্রেম দাও বন্ধু।। এক ফোঁটা প্রেম পেতে পিপাসিত বুক, এই অঙ্গে অঙ্গেতে প্রেমেরি অসুখ‌। প্রেম দাও দাও দাও প্রেম দাও  দাও এক বিন্দু।।

খেলবে এবার

 খেলবে এবার খাদিজা বেগম খেলবে এবার সোনার ছেলে বলে বলে মারবে চার ছয়, লড়বে এবার ব্যাটে বলে  ওরা ছিনিয়ে আনবে বিজয়। লাল সবুজের টাইগার ওরা  যোদ্ধার মত খেলবে মাঠে, আমরা সবাই দেখবো খেলা রাস্তাঘাটে দোকানপাটে। বলে ব্যাটে দেবে টাইগার  তার দক্ষতার সুপরিচয়।। ব্যাটে বলে ওঠো জ্বলে বিশ্ব দেখুক অবাক চোখে, বল মারো ভাই হাত ঘুরিয়ে আউট করো এক পলকে। দেশের সুনাম বৃদ্ধি করার এখনি তো সঠিক সময়।। জোরছে মারো আরো জোরে বল উরে যাক পাখির মত, ধুয়ে মুছে সাফ হয়ে যাক পিছনের সব কষ্টের ক্ষত। দেখিয়ে দাও বিশ্বটাকে বাংলার টাইগার দুর্বার, দূর্জয়।।

টাইগার টাইগার

 টাইগার টাইগার খাদিজা বেগম টাইগার টাইগার দুর্জয় টাইগার  টাইগার টাইগার দুর্বার টাইগার, দেখবে বিশ্ব খেলবে টাইগার বিশ্বকাপটা আনবেই টাইগার।। লাল সবুজের পোশাক পরে  বিশ্ব মাঠে টাইগার লড়বে, বিপক্ষ দল আউট হয়ে  মাঠের বাইরে গিয়ে পড়বে। সকল বাঁধা ভেঙ্গে চলবে  টাইগার ব্যাটে বলের হুংকার।। অগুনিত ভক্ত আমরা  শক্ত টাইগার দলের সাথে, জয় ছিনিয়ে আনবে টাইগার  এটাই এখন প্রার্থনাতে। টাইগার ব্যাটে মারবে টাইগার  ঝড়ের মত ছুটবে ছয়, চার।। বাংলার গর্ব বাংলার টাইগার  বীরের মতো খেলবে মাঠে, সেই বীরত্ব দেখবে লোকে  অগ্নিঝরা বলে ব্যাটে। দাও উড়িয়ে বিজয় নিশান জয়ী হয়ে আসবে টাইগার।।

আশ্রয় দাও

 আশ্রয় দাও খাদিজা বেগম  দাও আশ্রয় দাও ও গো আল্লাহ্ সকল শত্রুর ফাঁদ থেকে, রক্ষা করো আমায় তুমি  শয়তানের ঐ হাত থেকে। তুমি ছাড়া আশ্রয় নেই আর যে বাঁচাবে আমাকে, লোভ লালসা মুক্ত করো  আমার পাপি আত্মাকে। টেনে নিয়ে যাও আমাকে  পথভ্রষ্ট সব পথ থেকে।। দুটি চোখে দেখি যেন  শুধু তোমার নেয়ামত, জীবন দিয়ে হলেও যেন রক্ষা করি আমানত। সকল কথা বলি যেন  তোমার চোখে চোখ রেখে।। দিবানিশি অনুভবে  থাকো আমার এই বুকে, আমায় ছুঁতে না পারে যে  এই পৃথিবীর অসুখে। তোমার ক্ষমা আর দয়াতে তুমি আমায় দাও ঢেকে।।