স্রষ্টার ভালবাসা
স্রষ্টার ভালবাসা
খালেদা বেগম
মহান স্রষ্টার ভালবাসা
যদি তুমি পেতে চাও?
মানুষেরে ভালবেসে
তোমার ভালবাসা দাও।।
কথা দিয়ে আবার যেন
কথা ফেরত নিও না,
আশা দিয়ে কারো আশা
আবার ভেঙ্গে দিও না।
ভেবেচিন্তে কথা বলো
হিসাব করে পা বাড়াও।।
কভু তুমি করোনা যে
আমানতের খিয়ানত,
স্রষ্টা ছাড়া অন্যের নামে
করবে না কোন মানত।
তোমার ভিতর থেকে শিরক
একে একে সব তাড়াও।।
শপথ করলে করতে হবে
অদ্বিতীয় এক নামে,
কষ্ট হলেও মানতে হবে
যা আছে তার কালামে।
তুমি শালীন কথা বল
যাচাই করে হালাল খাও।।
Comments
Post a Comment