টাইগার টাইগার

 টাইগার টাইগার

খাদিজা বেগম


টাইগার টাইগার দুর্জয় টাইগার 

টাইগার টাইগার দুর্বার টাইগার,

দেখবে বিশ্ব খেলবে টাইগার

বিশ্বকাপটা আনবেই টাইগার।।


লাল সবুজের পোশাক পরে 

বিশ্ব মাঠে টাইগার লড়বে,

বিপক্ষ দল আউট হয়ে 

মাঠের বাইরে গিয়ে পড়বে।

সকল বাঁধা ভেঙ্গে চলবে 

টাইগার ব্যাটে বলের হুংকার।।


অগুনিত ভক্ত আমরা 

শক্ত টাইগার দলের সাথে,

জয় ছিনিয়ে আনবে টাইগার 

এটাই এখন প্রার্থনাতে।

টাইগার ব্যাটে মারবে টাইগার 

ঝড়ের মত ছুটবে ছয়, চার।।


বাংলার গর্ব বাংলার টাইগার 

বীরের মতো খেলবে মাঠে,

সেই বীরত্ব দেখবে লোকে 

অগ্নিঝরা বলে ব্যাটে।

দাও উড়িয়ে বিজয় নিশান

জয়ী হয়ে আসবে টাইগার।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান