তাল গাছেতে

 তাল গাছেতে

খাদিজা বেগম 


তাল গাছেতে তাল পাকিলে 

ও তাল আপনি পরে খসে, 

মনের সাথে মন মিলিলে 

ও মন থাকে না আর বসে।।


জোয়ার এলেই ভরবে নদী 

ঢেউ এর পিছে ঢেউ ছুটিবে,

ফাগুন এলেই ডাকবে কোকিল 

ঘ্রাণ ছড়িয়ে ফুল ফুটিবে।

ফুলের ঘ্রাণে প্রেমিক ভোমরা 

যেন ফুলের কাছে আসে।।


বৃষ্টির দিনে খিচুড়ি বেশ

শীতে গরম গরম পিঠা,

সর্বকালেই সেরা সঙ্গী

যাহার মুখের কথা মিঠা।

যার কথাতে দুঃখ পালায়

 প্রাণ খুলে মন সুখে হাসে।।


প্রেমিকের মন তুলার মতন 

উড়ে বেড়ায় প্রেম তালাশে,

কেউ জানেনা কেউ জানেনা 

মন কেন যে ভালোবাসে।

কার প্রেমেতে কে যে কখন 

পরিণত হয় জিন্দা লাশে??

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান