অভাগী

 খাদিজা বেগম

অভাগী

১৬/১০/২০১৯


আমি শুনাতে চেয়ে ছিলাম -

আমার হৃদয়ের কথা, তুমি শুনলে না।


আমি বুঝাতে চেয়ে ছিলাম-

আমার মনের ব্যথা, তুমি বুঝলে না।


আমি দেখাতে চেয়ে ছিলাম-

আমার বুকের ক্ষত, তুমি দেখলে না।


আমি ভাবাতে চেয়ে ছিলাম-

আমার জীবন নিয়ে, তুমি ভাবলে না।


আজকে কেন শুনলে তুমি-

মানুষের মুখে মুখে,মৃত্যুর খবর?


আজকে কেন বুঝলে তুমি-

কাটবে বাঁশ, খুঁড়বে মাটি, গড়বে কবর?


আজকে কেন দেখলে তুমি-

সাদা কাফন সরিয়ে, নির্বাক মুখ?


আজকে কেন ভাবলে তুমি-

জড়িয়ে আমার লাশ, হারিয়েছো সুখ?


আজকে কেন কাঁদলে তুমি-

আমার নামটি ধরে, পাগলের মতো?


ফিরবো না আর কোনো ডাকে-

অভাগী যাচ্ছি চলে, জনমের মতো।


 (( ভুল ধরিয়ে দিবেন ( প্লিজ ) ))

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান