খেলবে এবার
খেলবে এবার
খাদিজা বেগম
খেলবে এবার সোনার ছেলে
বলে বলে মারবে চার ছয়,
লড়বে এবার ব্যাটে বলে
ওরা ছিনিয়ে আনবে বিজয়।
লাল সবুজের টাইগার ওরা
যোদ্ধার মত খেলবে মাঠে,
আমরা সবাই দেখবো খেলা
রাস্তাঘাটে দোকানপাটে।
বলে ব্যাটে দেবে টাইগার
তার দক্ষতার সুপরিচয়।।
ব্যাটে বলে ওঠো জ্বলে
বিশ্ব দেখুক অবাক চোখে,
বল মারো ভাই হাত ঘুরিয়ে
আউট করো এক পলকে।
দেশের সুনাম বৃদ্ধি করার
এখনি তো সঠিক সময়।।
জোরছে মারো আরো জোরে
বল উরে যাক পাখির মত,
ধুয়ে মুছে সাফ হয়ে যাক
পিছনের সব কষ্টের ক্ষত।
দেখিয়ে দাও বিশ্বটাকে
বাংলার টাইগার দুর্বার, দূর্জয়।।
Comments
Post a Comment