উপকারী মানুষ
উপকারী মানুষ
খাদিজা বেগম
কত সুযোগ এসেছিল
উপকারী মানুষ হবার,
সব কিছুতে লোভ মিশিয়ে
ক্ষতি করলা তুমিই তোমার।।
তোমার হাতে এসে ছিলো
কতো সম্মান, অর্থ-সম্পদ,
সর্বনাশা লোভে পড়ে
করেছ তার সব খেয়ানত।
ছিঃ ছিঃ তুমি কি করেছ
পথ খুঁজো নেও তা শুধরাবার।।
কতজনে তোমার প্রতি
রেখেছিল তাদের আস্থা,
সবার বিশ্বাস ভেঙ্গে দিয়ে
মূল্যহীন আজ তুমি সস্তা।
পাপে পাপে জ্বলে পুড়ে
তোমার ভিতর এর সব আঙ্গার।।
কলুষিত, হিংস্র প্রাণী
বিবেক, বুদ্ধি ছাড়া তুমি,
লোভ লালসা পুষে রেখে
অন্তর করছ মরুভূমি।
লোভ লালসার পতন করে
দাও খুলে দাও সততার দ্বার।।
Comments
Post a Comment