পরগাছা
পরগাছা
খাদিজা বেগম
আর কত কাল থাকবো আমি
পরের ঘরে পরগাছা,
তোমার ঘরে আমায় রাখ
তোমার কাছে এ আশা।।
পরের ঘরে পরেরে মতে
বেঁচে থাকাই যন্ত্রনা,
তোমার ঘরে যাবো একদিন
এটাই আমার সান্তনা।
ধৈর্য আরো বৃদ্ধি করো
দূর করে দাও দূর্দশা।।
কেন রাখো একই সাথে
দুই মতের দুই বাসিন্দা,
কেউ বুঝে না কারো হৃদয়
হাসি মরে যায় কাইন্দা।
বাইন্ধা রাখি তবু সংসার
কাটবে একদিন কুয়াশা।।
আশায় আশায় দিন চলে যায়
বাড়ে বুকের বেদনা,
এত বড় পৃথিবীতে
আমি যেন জেলখানা।
কওয়া যায় না সওয়া যায় না
তুমিই আমার ভরসা।।
Comments
Post a Comment