তোমার আগমনে
তোমার আগমনে
খাদিজা বেগম
মিথ্যে আশা দেবে তোমায়
ভালো সাজা কতজনে,
তার পরে আর তাদের করো
পরবে না আর তোমায় মনে।।
তোমায় তুমি মনে রেখো
সজাক থেকে সামনে চলো,
তোমার স্বপ্ন সত্যি হবে
এই কথাটা নিত্য বলো।
স্বপ্নের সাথে লেগে থাকো
কেউ না থাকুক তোমার সনে।।
স্বপ্ন ছাড়া মিথ্যে মানুষ
প্রাণীর মত বেঁচে থাকা,
দুঃখ, কষ্ট যন্ত্রনাতেও
চালিয়ে যাও স্বপনের চাকা।
আগে স্বপ্ন পরে স্বপ্ন
স্বপ্ন রাখো দুই নয়নে।।
একটি স্বপ্ন ঘিরে থাকুক
তুমি থাক তারি মাঝে,
এমন স্বপ্ন দেখবে তুমি
আলো দেবে এই সমাজে।
এই পৃথিবী আনন্দ পায়
যেন তোমার আগমনে।।
Comments
Post a Comment