আশ্রয় দাও
আশ্রয় দাও
খাদিজা বেগম
দাও আশ্রয় দাও ও গো আল্লাহ্
সকল শত্রুর ফাঁদ থেকে,
রক্ষা করো আমায় তুমি
শয়তানের ঐ হাত থেকে।
তুমি ছাড়া আশ্রয় নেই আর
যে বাঁচাবে আমাকে,
লোভ লালসা মুক্ত করো
আমার পাপি আত্মাকে।
টেনে নিয়ে যাও আমাকে
পথভ্রষ্ট সব পথ থেকে।।
দুটি চোখে দেখি যেন
শুধু তোমার নেয়ামত,
জীবন দিয়ে হলেও যেন
রক্ষা করি আমানত।
সকল কথা বলি যেন
তোমার চোখে চোখ রেখে।।
দিবানিশি অনুভবে
থাকো আমার এই বুকে,
আমায় ছুঁতে না পারে যে
এই পৃথিবীর অসুখে।
তোমার ক্ষমা আর দয়াতে
তুমি আমায় দাও ঢেকে।।
Comments
Post a Comment