অনুরূপ
অনুরূপ
খাদিজা বেগম
বারে বারে ঘুরে ফিরে
মনে পড়ে তোমাকে খুব,
প্রথম দেখায় দিয়েছিলাম
আমি তোমার প্রেমেতে ডুব।।
সেই দিন থেকে ডুবে আছি
তুমি আমি একিসাথে,
একটু দূরে থাকলে তুমি
ঘুম আসে না আঁখি পাতে।
ভুলতে পারি না কখনো
মন মাতানো তোমার ওই রূপ।।
তুমি যেন আমার নিঃশ্বাস
আমার দুটি চোখের আলো,
তোমার কথা না শুনিলে
সবি লাগে এলোমেলো।
দাও দেখা দাও কথা বলো
এমনি করে থেকো না চুপ।।
ভুল না হয় সব আমার ছিল
তাই বলে কি যাবে চলে?
তুমি ছাড়া একা আমি
শেষ হয়ে যাই চোখের জলে।
মাফ করে দাও প্রিয়তমা
ভুল হবে না আর অনুরূপ।।
Comments
Post a Comment