ছাই হয়ে যায় তরী
ছাই হয়ে যায় তরী
খাদিজা বেগম
প্রেম যমুনায় লাগলো আগুন
পুড়ে পুড়ে ছাই হয়ে যায় তরী,
সহিতে না পারি আমি
কহিতে না পারি কি যে করি??
চোখ ইশারায় বুঝাই যারে
সে বোঝেনা আমার চোখের ভাষা,
তবুওতো মন ছাড়ে না
মনে মনে তারে পাবার আশা।
সাগর জলে ডুবে ডুবে
প্রেম পিপাসায় ছটফটিয়ে মরি।।
কত কথা লিখলাম তারে
আমার চোখের পাতায় ভরে,
প্রেমের ভাষা বোঝে না সে
তাই দেখেনি এক বারো তা পড়ে।।
কতবার তার হাত ধরেছি
নানারকম অজুহাতের ছলে,
তবুও সে যায় এরিয়ে
চোখ ডুবিয়ে আমার চোখের জলে।।
প্রেম আগুনের কঠিন যুদ্ধে
আজো আমি একা একা লড়ি।।
Comments
Post a Comment