অ্যাম্বুলেন্স
অ্যাম্বুলেন্সের সাইলেন্স
খাদিজা বেগম
অ্যাম্বুলেন্সের সাইলেন্স শুনে
অশ্রু ঝরে ঝর ঝরিয়ে,
বারেবার চোখ মুছিলেও
অশ্রু ঝরে গড় গড়িয়ে।।
অ্যাম্বুলেন্সে করে আমি
নিয়েছিলাম হাসপাতালে,
বাবা আমার আর ফেরেনি
চলে গেছে চিরকালে।
এখন আমি বেঁচে আছি
বাবা হারা শোক জড়িয়ে।।
আমি যদি আগে জানতাম
বাবা আমার ফিরবে না আর,
আমার সাথে বেঁধে রাখতাম
একই সাথে থাকতাম আবার।।
হয়তো থাকতাম ওই কবরে
নয়তো থাকতাম পৃথিবীতে,
বাবা ছাড়া হত না তো
এভাবে দিন রাত কাঁদিতে।
আজও হাসতে পারিনা তো
বাবা তোমার শোক সরিয়ে।।
Comments
Post a Comment