জাহান্নামের বড়ি

 জাহান্নামের বাড়ি 

খাদিজা বেগম 


আমার বন্ধু বাইন্ধা রাখছে 

একটি গাছে দুইটি রসের হাড়ি,

সেই হাঁড়ির রস পান করিতে 

এই দুনিয়ায় কত পাড়া পাড়ি ।।


রসিক জনে রস চিনে তাই 

গাছের কাছে হয়ে থাকে নত,

ঝড় তুফানে ভাঙ্গে না যে 

ওই গাছ আগলে রাখে নিজের মত। 

কুয়াশার রাত হিমেল হাওয়া 

না হলে গাছ রস দেবে না তারি।।


যতই তারে মারো কাটো 

কেটে কেটে কারো খন্দ খন্ড,

সে পেতে চায় ভালোবাসা 

ঘৃণা করে বিশ্বাসঘাতক বন্ড।


এক হাঁড়িতে জান্নাতের সুখ 

আর এক হাড়ি ভরা অগ্নি লাভা,

না ভাবিয়া ধরলে হাঁড়ি 

ও বোকা মন তুমি পুড়ে যাবা।

সস্তা রসে নিয়ে যাবে 

খুব সহজে জাহান্নামের বাড়ি।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান