মীর জাফর
মীর জাফর
খাদিজা বেগম
তুমি কেন ভুলে যাচ্ছ
তোমার চলছে কিছু দিনের এক সফর,
তুমি কেন হয়ে যাচ্ছ
ঘৃণিত লোক বিশ্বাসঘাতক মীর জাফর??
সফর শেষে ফিরতে হবে
যেতে হবে তোমায় আপন ঠিকানায়,
কোন কারণে পাপি হচ্ছ
কেন নিচ্ছ এত পাপের দায় মাথায়?
আপন আপন ভাবছো যাদের
তারা সবাই পরের চেয়েও আরও পর।।
আপন বলতে আছে শুধু
তোমার অঙ্গে দিয়ে করা কর্মফল,
কর্মফলে ছাড়বে না তো
তুমি যতই ফেলো তোমার চোখের জল।।
পাপের পথের সুখের চেয়ে
পূণ্য পথের দুঃখ ভালো চিরকাল,
তাতেই তোমার মানব জনম
ধন্য হবে ভালো থাকবে তোমার পরকাল।
সোনার অঙ্গ পচে যাবে
পোকায় খাবে কেউ নেবে না সেই খবর।।
Comments
Post a Comment