বাসবো ভালো চরম
বাসবো ভালো চরম
খাদিজা বেগম
তোমায় আমি ভালোবাসি
বাসবো ভালো জনম জনম,
তুমি চাইলে নিতে পারো
দেব আমার আল্লাহর কসম।।
তোমায় অনেক ভালো লাগে
তাই তো এত ভালবাসি,
দূরে থাকতে পারিনা তো
তাই তো তোমার কাছে আসি।
তোমায় ছাড়া ভাল্লাগেনা
বলতে নাই আজ লজ্জা শরম।।
ভিখারিনী হতে পারি
আমি তোমার প্রেমের দায়ে,
হতে পারি সেবার দাসী
ঠাই করে দাও যদি পায়ে।।
তোমার প্রেমের তৃষ্ণায় আমার
আগুন লেগে গেছে মনে,
দিবানিশি চাইছে এ মন
আমি থাকি তোমার সনে।
একটু ভালো বেসে দেখো
তোমায় বাসবো ভালো চরম।।
Comments
Post a Comment