দুই দেশতে
দুই দেশেতে
খাদিজা বেগম
না দিয়েছ একটি দোমক
না মেরেছ একটি থাপ্পড়,
তাই তো তোমায় ভোলা যায় না
কেঁদে কেঁদে রাত্রি হয় ভোর।।
তুমি ছিলে আশার প্রদীপ
আমার দুঃখ সুখের সাথী,
তাইতো তোমায় মন ভোলে না
মনে রাখে দিবা রাতি।
তোমার মত কেউ দেবে না
আমায় এত এত আদর।।
আমি কি চাই বলার আগেই
তুমি সবি বুঝে যেতে,
মুগ্ধ হয়ে থাকতে চেয়ে
যখন আমায় কাছে পেতে।
না করেছ কোনদিনও
আমার প্রতি তীল অভিযোগ,
তাইতো আমি পারিনা তো
সইতে তোমার আমার বিয়োগ।
কোন দোষেতে দুই দেশেতে
তোমার আমার ঠিকানা ঘর??
Comments
Post a Comment