সাধনা
সাধনা
খাদিজা বেগম
তোমার প্রেমে পড়ে গেছে
পড়ে গেছে আমার মন,
তোমায় ছাড়া অন্য কিছু
তাই দেখে না এই নয়ন।।
স্বপ্ন হয়ে থাকো তুমি
আমার সাথে সারারাত,
বাস্তবেতে তোমায় পেতে
করি কত মোনাজাত।
মনে মনে এমন করে
তোমার সনে ভ্রমণ।।
আমার প্রেমে পড়েছে কি
তোমার ও মন বলোনা,
দুটি মনে মিলে গেলে
এই হাত ধরে চলনা।।
যেতে যেতে ভুলে যাবো
পিছনের সব বেদনা,
তোমায় পেলেই পূরণ হবে
এই জীবনের সাধনা।
তোমার সাথে এক সুতাতে
গেঁথে রাখবো এই জীবন।।
Comments
Post a Comment