পৌষের রাতে
পৌষের রাতে
খাদিজা বেগম
পৌষের রাতে তোমার সাথে
বসে আছি তোমার হাতে হাত রেখে,
তুমি আমি ভিজে গেছি
শিশির ভেজা জোছনা ভেজা রং মেখে।।
আমরা দুজন দুজনাতে
চেয়ে আছি পলকহীনা সারারাত,
আরো বেশি কাছাকাছি
চলে যেন এসেছিল দূরের চাঁদ।
তবু আমার চোখ জুড়াইনি
ওগো তোমার মায়াবী ঐ মুখ দেখে।।
জনম জনম দেখিতে চাই
রোদের আগে তোমাকে রোজ সকালে,
গোধূলির রং মাখিতে চাই
তোমার গায়ে গা ঘেঁষে রোজ বিকালে।।
তুমি চাইলে চলে এসো
তোমার আশায় রেখেছি হাত বাড়িয়ে,
তোমায় ভালো বেসে বেসে
ভেসে যাব অজানাকে ছাড়িয়ে।
ভালোবেসে চাই তোমাকে
তোমাকে চাই আমি আমার মন থেকে।।
Comments
Post a Comment