পদচিহ্ন
পদচিহ্ন
খাদিজা বেগম
পা নেই বলে ভেবো না কেউ
পদচিহ্ন রেখে যেতে পারবো না,
চেষ্টা করে যাবো বার বার
মরার আগে এই চেষ্টা তো ছাড়বো না।।
মানুষ বড় জ্ঞানে গুনে
প্রমাণ করে রেখে যাবো আবারো,
প্রয়োজনে অধিক সম্পদ
ডেকে ডেকে আনবে বিপদ হাজারো।
নিজের কাজে ব্যস্ত থাকবো
অন্যের ক্ষতি করার চিন্তা করবো না।।
আমি মানুষ সৃষ্টির সেরা
এটা বললে কি আর কেহ শ্রেষ্ঠ হয়?
কাজকর্ম আর ব্যবহারে
থাকে সত্যি কারের মানব পরিচয়।
রূপ দেখে বা কন্ঠ শুনে
খুব সহজে পশু পাখি চেনা যায়,
এই দুনিয়ার মানুষগুলো
হাজার দেখে জেনে শুনেও চেনা দায়।
যাচাই-বাছাই না করে ভাই
আমরা কোন পথ কিংবা মত ধরবো না।।
Comments
Post a Comment