মুহাম্মদ
মোহাম্মদ
খাদিজা বেগম
আমার নবী তোমার নবী
প্রিয় নবীজি মুহাম্মাদ,
সব নবীদের সেরা নবী
শ্রেষ্ঠ নবীজি মুহাম্মাদ।।
নবীর দুশমন আমার দুশমন
নইলে আমি নই মুসলমান,
সবার আগে নবীর সম্মান
পরে আমার তুচ্ছ পরান।
যার কাছেতে প্রথম এলো
পবিত্র কুরআনের আয়াত,
সব মানুষের সেরা মানুষ
আব্দুল্লাহ বিনতে মুহাম্মাদ।।
নবীর আঘাত আমার আঘাত
নইলে আমি নই তার উম্মত,
প্রয়োজনে জীবন দেবো
তবু করবো তার প্রতিবাদ।।
শেষ বিচারে থাকবে শুধু
প্রিয় নবীজির শাফায়াত,
সব উম্মতের শ্রেষ্ঠ উম্মত
আমরা উম্মতে মুহাম্মাদ।।
প্রিয় হতে আরো প্রিয়
সবার প্রিয় নবী হযরত,
তারে নিয়ে করলে ঠাট্টা
তার উপরে পরবে লানত।
নোংরা কথায় যারা করে
নবীজির সম্মানে আঘাত,
তাদের জিহ্বা খসে পরুক
মুখে আগুন জ্বলুক দিনরাত।
জেনে রেখো মূর্খ মানুষ
করলে নবীর বিরোধিতা,
জাহান্নামে জ্বলবে তুমি
এ নহে তো মিথ্যে কথা।
এই নবীকে যে করিবে
তুচ্ছ-তাচ্ছিল্য অপমান,
সেই পাপীষ্ঠ অভিশপ্ত
মানব রুপি ঘৃণ্য শয়তান।
দুনিয়া ও আখেরাতে
সে যে হবে খুব লাঞ্ছিত,
সৃষ্টিকর্তার সাক্ষাৎ হতে
হতে হবে তার বঞ্চিত।
নবীর মতই আমাদের মত
করব না কেউ তাতে দ্বিমত,
পথভ্রষ্ট হবো না কেউ
নবীর পথই আমাদের পথ।।
গাছের পাতা জলের ঢেউয়ে
চিনেছে নবী মুহাম্মদ,
ওরে নাদান চিনলি না তুই
নবীকে দিলি অপবাদ।
শ্রেষ্ঠ নবী সবার জন্য
এই দুনিয়ার এক নেয়ামত,
জান্নাতের সুখ তাদের জন্য
যারা হয়েছে তার উম্মত।।
আমরা আল্লাহ্ প্রিয় বান্দা
প্রিয় নবীর প্রিয় উম্মত,
এই আমাদের ক্ষতি করার
নাই কারো আর কোন হিম্মত।।
Comments
Post a Comment