এত কষ্ট
এতো কষ্ট
খাদিজা বেগম
আমার মনে হয় এখনি
আমি যাব বুঝি মরে,
আর দিও না এতো কষ্ট
এই মিনতি তোমার তরে।।
মন চায় তোমার ভালবাসায়
আমি হয়ে থাকি ঋণী,
তোমার সাথের সাথী হয়ে
বেঁচে থাকি চিরদিনী।
দাসী হয়ে থাকতে দিও
আমায় তোমার পায়ে পড়ে।।
হাতে ধরি পায়ে পড়ি
করি আমি এই অনুরোধ,
ভুল হয়েছে বারেবারে
তাই নিয়োনা সেই প্রতিশোধ।।
তুমি যদি শাস্তি দাও গো
কে করিবে আমায় ক্ষমা,
তুমি আমায় মাফ করে দাও
আমার প্রাণের প্রিয়তমা।
এই দুনিয়া চাইনা আমি
ঠাই করে দাও এই অন্তরে।।
Comments
Post a Comment