সাহস
সাহস
খাদিজা বেগম
যদি সাহস না থাকে ঐ
তীব্র দুঃখের সাগরে ডুব দেবার,
সুখ হবে না সুখ হবে না
এই জীবনে এই ভুবনে তোমায়।।
সুখ সেতো লুকিয়ে রয়
যন্ত্রনাময় অগ্নি দুঃখের ভেতর,
দুঃখটাকে করলে আপন
সুখী হবে তোমার দুঃখী অন্তর।
দুঃখের সময় ধৈর্য ধরো
দুঃখের পরে আসবেই সুখ আবার।।
যদি তুমি ভয় কর ভাই
পাড়ি দিতে গভীর দুঃখের নদী,
তবে তোমার সুখের জমি
সারা জীবন থাকবে অনাবাদী।।
যেমন আসে রাত শেষে দিন
তেমন আসে দুঃখের শেষে ও সুখ,
শক্ত হাতে হাল ধরো ভাই
তোমায় দেখে পালিয়ে যাক ঐ দুঃখ।
তবুও তো কিছু দুঃখ
মনের কোনায় কোনায় থাকে সবার।।
Comments
Post a Comment