রাফা মনি
রাফা মনি
খাদিজা বেগম
ছোট্ট মেয়ে রাফা মনি
সবার চেয়ে ভালো,
একদিন রাফা বড় হয়ে
দেশ করিবে আলো।।
লেখাপড়া শিখে রাফা
বড় মানুষ হবে,
রাফার মত মানুষেরা
অমূল্য ধন ভবে।
তাদের কথায় তাদের কর্মে
দূর হয়ে যায় কালো।।
রাফার চোখে স্বপ্ন ভরা
মুখে মিষ্টি কথা,
রাফার ছোয়ায় দূর হয়ে যায়
দুঃখী মনের ব্যথা।।
আজ রাফাকে সম্মান দিয়ে
সম্মান করা শেখাও,
আজ রাফাকে সত্য বলে
সততার পথ দেখাও।
জ্বালো জ্বালো ত্যাগের আলো
রাফার মনের জ্বালো।।
Comments
Post a Comment