মা শব্দটি
মা শব্দটি
খাদিজা বেগম
মা শব্দটি বললে মুখে
মন ভরে যায় মহা সুখে,
মা মা বলে ডাকি যত
আনন্দ ঢেউ জাগে বুকে।।
আমার মায়ের মুখ দেখিতে
মধুর চেয়েও বেশি মিষ্টি,
যত দেখি চোখ ফেরে না
ভরে না তো আমার দৃষ্টি।
যে সন্তানের মা নাই ভবে
তার জীবনটা ভরা দুঃখে।।
মা শব্দটি অতি ক্ষুদ্র
শুধু একটি বর্ণ দিয়া,
সেই মাইয়ারে মাঝে আমি
খুঁজে পেলাম এই দুনিয়া।।
মায়ের মত কারো কাছে
আদর স্নেহ রয় না এত,
মার মমতা বাতাস হয়ে
বইতে থাকে অবিরত।
মা বিহনে কত শিশু
মরে যাচ্ছে ধুঁকে ধুঁকে।।
Comments
Post a Comment