উপকারি গাছের
উপকারি গাছের
খাদিজা বেগম
উপকারি গাছের সাথে
ডাল থাকে না
ছাল থাকে না থাকে না রে পাতা,
কেউ খোঁজেনা
কেউ বোঝেনা কেউ ভাবে না
গাছেরও প্রাণ আছে আছে ব্যাথা।।
গাছ যেভাবে নিঃশেষ করে
নিজেকে দেয় পরের তরে ঢেলে,
পরোপকার কর মানুষ
তুমি একটুখানি সুযোগ পেলে।
ধূপ নিজেকে পুড়ে পুড়ে
গন্ধ বিলায় ভুলো না সে কথা।।
মানুষ কোন গাছ বা ধূপ নয়
তুমি মানুষ সৃষ্টির সেরা এক জীব,
তোমার একটু সহায়তায়
হতে পারে অনেক জীবন সজিব।।
যেখানে রাত শেষ হয়ে যায়
সেখান থেকে একটি দিনের শুরু,
এই পৃথিবীর পাঠশালাতে
আমরা ছাত্র নই তো শিক্ষা গুরু।
অনেক কিছু শেখার বাকি
তাই খাটিয়ে দেখো তোমার মাথা।।
Comments
Post a Comment