মেঘের মত চুল
মেঘের মত চুল
খাদিজা বেগম
মেঘের মতো চুলগুলো তার
আহা ফুলের মত হাসি,
তার প্রেমেতে মন দিওয়ানা
আমি তারে ভালোবাসি।।
তার চুলেতে ঢেউ খেলে যায়
ওই দখিনা হাওয়ায় হাওয়ায়,
সেই ঢেউতে হারিয়ে যেতে
বারে বারে আমার মন চায়।
তাইতো আমি ঘুরে ফিরে
বারবার তারি কাছে আসি।।
মনের মত মন পেয়েছি
চায়না কিছু এই দুনিয়ায়,
ভালোবেসে রাখবো তারে
আমার বুকের এই কলিজায়।।
তারি সাথে নাচবো আমি
তারি সাথে আমি গাইবো,
এক জনমে নয় গো শুধু
সব জনমেই তারে চাইবো।
তারি স্বপ্নে বিভোর হয়ে
এই মন হয়ে যায় উদাসী।।
Comments
Post a Comment