প্রেমের উপবাসে
প্রেমের উপবাসে
খাদিজা বেগম
পায়ের চিহ্ন গায়ের গন্ধ
সবি তোমার আগের মতই আছে,
মুখের হাসি হাতের কাঁকন
আজো শুনি আমার কানের কাছে।।
এখন শুধু নাই গো তুমি
চলে গেছো যোজন যোজন দূরে,
তোমার স্মৃতি আগুন হয়ে
দিবানিশি আমায় হৃদয় পুড়ে।
তুমি ছাড়া আমি যেন
পরিণত হয়ে গেছি লাশে।।
ঘরে আমার মন বসেনা
বাইরে আমার ভাল্লাগেনা কিছু,
তোমায় ছাড়া প্রাণ বাঁচে না
নয়ন ঘুরে তোমার স্মৃতির পিছু।।
কথা দিয়ে ভুলে গেছো
চলে গেছো না ফেরার ঐ দেশে,
তুমি ছাড়া শূন্য বুকটা
ভরে গেছে আজ হাজারো ক্লেশে।
মন মরে যায় ছটফটিয়ে
ওগো তোমার প্রেমের উপবাসে।।
Comments
Post a Comment