পুরুষের মন
পুরুষের মন
খাদিজা বেগম
পুরুষের মন ভোমরার মতন
নতুন ফুলে ফুলে উড়ে,
কোন নারীর সাধ্য নাই তো
ভালোবেসে রাখবে ধরে।।
যেই পুরুষের বিবেক আছে
আছে ধর্মের পবিত্র জ্ঞান,
সেই তো শুধু বুঝতে পারে
স্ত্রীর নিরব মান অভিমান।
পুরুষ চায়না ভালোবাসা
কান্দে নতুন ফুলের তরে।।
চরিত্রহীন পুরুষেরে
তোমরা ভালো বেসো না কেউ,
যদি বাসো ভালো তবে
বুকে হইবে যন্ত্রনার ঢেউ।।
তারে দিয়ে মিটিয়ে লও
তুমি তোমার চাহিদা সব,
বেতন বীণা কাজের লোক সে
দান করেছেন তোমাকে রব।।
তার ভুলেতে তোমার সংসার
ভেঙ্গোনা আর বারে বারে,
তোমার মনে ঠাই দিওয়ানা
যেন মন না ভাঙতে পারে।
কুকুরের চোখ মলের দিকে
যতই ঘি দাও যত্ন করে।।
Comments
Post a Comment