নারী হয়ে
নারী হয়ে
খাদিজা বেগম
নারী হয়ে জন্ম নিয়ে
ধর্ষিত হয় কত মা বোন মেয়ে,
পশুর মতো উল্লাস করে
মা মেয়েদের একলা বাগে পেয়ে।।
হায়েনার মতো তোমাদের হাত
শিকার করে নারীদের মান সম্মান,
তোমাদেরকে জন্ম দিতে
কত নারী হারিয়েছে তার প্রাণ।
তোমাদের পেট ভরাতে মা
কতটা দিন রয়েছে না খেয়ে।।
কত লাথি কত গুঁতা
মায়ের পেটে দিয়েছিলে তুমি
তবুও মা হেসে ছিল
তার ছেলেটা উজ্জ্বল করবে ভূমি।।
সেই ছেলে আজ নারীর নেশায়
বিবেক বুদ্ধি সব হারিয়ে অন্ধ,
তার কাজে আর কথাবার্তায়
এই সমাজে ছড়ায় নোংরা গন্ধ।
এসো আমার দোয়া করি
স্রষ্টার কাছে মানবিক গুণ চেয়ে।।
Comments
Post a Comment