হাতের কলম
হাতের কলম
খাদিজা বেগম
মরণ যখন ধরবে তোমায়
তখন পড়বে হাতের কলম খসে,
সময় থাকতে ধরো তুমি
ওই কলমের নিয়ম নীতি কষে।।
অর্থের লোভে স্বার্থের লোভে
করো যদি কলোমে ভুল কর্ম,
তবে তুমি মনে রেখো
তোমার মাঝে নেইতো কোন ধর্ম।
লোক দেখানো ধর্ম তোমার
তুমি নাই তো তোমার নিজের বশে ।।
কালি ছাড়া কলম যেন
আঁস্তাকুড়ের আবর্জনার ময়লা,
নৈতিকতা ছাড়া মানুষ
জাহান্নামের জ্বলন্ত এক কয়লা।।
পাপের সম্পদ সবাই নেবে
কেউ নেবে না তোমার পাপের অংশ,
তারা তোমার কেউ লাগেনা
যাদের জন্য করছ ঈমান ধ্বংস।
ন্যায় বাঁচালে বাঁচবে তুমি
পাপ বাঁচালে তুমি পড়বে ধ্বসে।।
Comments
Post a Comment