দেশকে দিলাম
দেশকে দিলাম
খাদিজা বেগম
দেশকে দিলাম আমায় আমি
সাথে দিলাম আমার ছেলে,
আমার সম্পদ আমার সন্তান
দেশ বাঁচাতে দিলাম ঠেলে।।
আমার কলম আমার খাতা
আমার লেখা আমার স্বপ্ন,
সকল কিছু দেশের জন্য
দেশের ওপার নাই আর কোন।
প্রয়োজনে দেশের জন্য
আমার রক্ত দেব ঢেলে।।
দেশ বাঁচিলে বাঁচব আমি
বাঁচবে আমার আদরের ধন,
জীবন মরণ দেশের সাথেই
খুলবো না এই দেশের বন্ধন।।
দেশের জন্য থাকবো সজাগ
বাসবো ভালো আমাদের দেশ,
লোভ লালসা পুষে রেখে
কেউ করোনা সোনার দেশেটা শেষ।
দেশের ক্ষতি করছে চোরা
সোনার দেশা অবহেলে
Comments
Post a Comment