বিয়ে করতে ভয় লাগে
বিয়ে করতে ভয় লাগে
খাদিজা বেগম
বিয়ে করতে ভয় লাগে খুব
যদি না হয় হৃদয়ের মিল,
যদি থাকে তার হৃদয়ে
আমার জন্য আটকানো খিল।।
যদি না সে বোঝে আমায়
বারে বারে ভুল ধরে খুব,
মানিয়ে না চলে যদি
থাকে যদি মুখোশের রুপ।
যদি সে হয় বদমেজাজি
না থাকে তার প্রেমময় দিল।।
যদি সে হয় বিশ্বাসঘাত
খেলে আমার বিশ্বাস নিয়ে,
যদি না পাই ভালবাসা
আমার সকল কিছু দিয়ে।
তার মুখের ওই কথার ভিতর
যদি না রয় শালীনতা,
অকারনে কারনে সে
আমাকে দেয় যদি ব্যথা!
একটি শর্তে করবো বিয়া
সে যদি গো না হয় জটিল!!
Comments
Post a Comment