গালি দিচ্ছ
গালি দিচ্ছ
খাদিজা বেগম
বেশ্যা বলে গালি দিচ্ছ
ওহে পুরুষ তুমি কারে,
রাত গভীরে চোরের মত
ওই বাহুতে জড়াও তারে??
তার অধিকার না পেয়ে সে
বাধ্য হয়ে ব্যাচে দেহ,
সকল পুরুষ মানুষ তো নয়
মানুষ তোমরা কেহ কেহ।
পশু পাখি জোর করে না
কি প্রেম ওদের ব্যবহারে।।
নারীর দেহ ছাড়া কিছুই
দেখতে চায় না পুরুষের চোখ,
রাত কাটে না নারী ছাড়া
দিনে সাজে খুব সাধু লোক।।
জীবিত থাকতে ভোগ করো খুব
মারলে দাও না তার জানাজা,
একদিন সাধুর খুলবে মুখোশ
ভোগ করবে সেও কঠিন সাজা।
নির্ভয়ে থাকুক সকল মানুষ
আপন হয়ে এই সংসারে।।
Comments
Post a Comment