অভিমানী
অভিমানী
খাদিজা বেগম
তুমি আমার রাজা হলেও
আমি হইনি তোমার রানী,
তাইতো পেলাম অবহেলা
অপমান আর চোখের পানি।।
তুমি আমার স্বপ্ন হলেও
(আমি)হইনি তোমার স্বপ্নের রাত্রি,
তাইতো আমি চিরকালি
তোমার অনাদরের পাত্রী।
অযতনে শুকিয়েছো
যত্নে রাখা মোর প্রেমদানি।।
আর কিছুদিন বেঁচে থাকতাম
প্রাণ যেত না প্রেম অসুখে,
স্মৃতি জাগায় থাকতাম আমি
প্রেম বিলাতাম তোমার বুকে।
মরা কাঠে ফেলে রাখতে
আমিও থাকতাম মরার মত,
খুব নীরবে চলে গেলাম
বুকে নিয়ে অসীম ক্ষত।
চাইবো না প্রেম তোমার কাছে
আসবো না আর অভিমানী।।
Comments
Post a Comment