হৃদয়টা চাই সাদা
হৃদয়টা চাই সাদা
খাদিজা বেগম
পাড় ঘাটাতে বসে আছি
আমি পারের নাইয়া,
কে কে যাবি ওই পাড়েতে
আমি যাব লইয়া।।
পয়সা করি লাগবে না রে
হৃদয় টা চাই সাদা,
পার করিতে পারব না তো
যদি থাকে কাদা।
পাপ পবিত্র হয়ে এসো
মনে প্রানে ধুইয়া।।
পাড়ের সময় যায় বইয়া যায়
আসবে না আর ফিরে,
ডানা ভাঙ্গা পাখি যেমন
আর ফেরেনা নীড়ে।।
সময় থাকতে শুধরিয়ে লও
শাসন করো তোমায়,
অন্যের ওপর দোষ চাপালেও
চাপানো যায় না দায়।।
তোমার কর্ম যাবে না তো
তোমায় কভু থুইয়া।।
Comments
Post a Comment