চিনচিন করে
চিনচিন করে
খাদিজা বেগম
চিনচিন করে বেজে ওঠে
ক্ষণে ক্ষণে বিয়োগ ব্যাথা,
চোখের সামনে ভেসে ওঠে
ভালবাসার স্মৃতির পাতা।।
যারে মনে রেখেছি খুব
চাইলেই কি যায় তারে ভোলা,
খুব সহজে আসে যায় সে
আজো মন তার তরে খোলা।
তার স্মৃতিতে পৃষ্ঠ হচ্ছি
বুকের ভিতর ঘুরছে যাতা।।
মনের মাঝে খোদাই করে
লিখেছি যার নামটি আমি,
সেই দিল না এই মনের দাম
তার চোখে নই আমি দামি।।
তবু যে সে আমার কাছে
দুই নয়নের দুটি তারা,
প্রতি রাতের স্বপ্ন আমার
স্বাস চলেনা তারে ছাড়া।
তবুও সে আমার মনে
মন জুড়ানো প্রনয় দাতা।।
Comments
Post a Comment