সত্য মিথ্যা
সত্য মিথ্যা
খাদিজা বেগম
সত্যকে আজ মিথ্যা বানাও
নোংরা মিথ্যা বানাও সত্য,
তোমরা কেহ মানুষ তো নও
নাই তোমাদের মনুষ্যত্ব।
উপর দিকে মানুষের রূপ
ভিতর দিকে হও মুনাফিক,
কেন এত মিথ্যা বলো
থাকতে সত্য বলার তৌফিক?
মায়া-দয়া মমতা হীন
তোমরা যেন একদল দৈত্য??
মানুষ হয়ে জন্ম নিয়ে
কাজে কর্মে তোমরা পশু,
তোমাদের ভয় আতঙ্কিত
বৃদ্ধ, যুবক, নারী, শিশু।
ক্ষমতা আর টাকার জন্য
ডুবে আছো লোভ লালসায়,
তোমায় দেখে শয়তান গুলো
নিজের কাজে খুব লজ্জা পায়।
আর কতকাল চলবে এমন
থাকবে পাপে পাপে মত্ত??
Comments
Post a Comment