মন ভাঙিলি
মন ভাঙিলি
খাদিজা বেগম
কেমন করে তুই আমারে
শত্রুর মত আঘাত দিলি,
তুই তো আমার দুই নয়নে
পরম বন্ধু হয়েই ছিলি।।
কোথায় গেল ভালবাসা
আমার জন্য তোর মামাতা,
কোন কারনে ভুলে গেলি
দিলি আমায় এত ব্যথা?
দূরেই যদি ফেলে দিবি
কেন কাছে টেনে নিলি?
এতো ভালো বাসলাম তারে
তুই দিলি না তার কোন দাম,
তোরে ভাল বেসে আমি
পেলাম শুধু শুধু বদনাম।।
রং বদলানো গিরগিটি তুই
মানুষ ভেবেই করেছি ভুল,
তাই দিয়ে যাই চোখের জলে
তোরে ভালোবাসার মাশুল।
মনের মাঝে থেকে আমার
কেমন করে মন ভাঙ্গিলি??
Comments
Post a Comment