ইফতারি
ইফতারি
খাদিজা বেগম
ইফতারিতে তোমরা খাবে
আনার, আঙ্গুর, আপেল, খেজুর,
আমার রোজা রোজা তো নয়
আমরা কৃষক, শ্রমিক, মজুর।।
দানবেরাও খায় না এত
তোমরা যত করো পাচার,
কেউ দেখনা, কেউ বুঝনা
গরিব দুঃখীর কি হাহাকার!
সিন্ডিকেটের রাজা তোমায়
সালাম জানাই হুজুর হুজুর।।
নেতার লক্ষ্য লোকের ভাল
চোরের লক্ষ্য চুরি করা,
ভেবেচিন্তে বল রে মন
কারা নেতা কারা চোরা??
এই দেশেতে লোকের চেয়ে
দালাল এবং দালাল প্রচুর,
এই দালালের খপ্পরেতে
কত মানুষ হলো ফতুর।
আইন আদালত এখন যেন
অন্ধ, বোবা এবং আঁতুড়।।
Comments
Post a Comment