অগ্নিকুণ্ডে
অগ্নিকুণ্ডে
খাদিজা বেগম
অগ্নিকুণ্ডে পড়ে গেলেও
ভয় করিনা পুড়ে যাবার,
সব রক্ষকদের সেরা রক্ষক
রক্ষাকারী আল্লাহ আমার।
লোভ লালসা শত্রু আমার
যুদ্ধ করি ওদের সাথে,
পা বাড়াই না পাপের পথে
অন্যায় করি না এই হাতে।
দান করেছে জ্ঞান বুদ্ধি
সব বিপদে ধৈর্য ধরার।।
ভালো মন্দ জানিয়েছেন
শিখিয়েছেন হালাল হারাম,
তবুও যারা হারাম খাবে
তাদের মনে পাপের ব্যারাম।
সব মালিকের সেরা মালিক
শ্রেষ্ঠ মালিক আল্লাহ সবার।।
পাপের পথে শান্তি নাইরে
পণ্যের পথে জান্নাতের সুখ,
আল্লাহ ছাড়া মাবুদ নাইরে
হইসনা মন আল্লাহ বিমুখ।
পাপ ছেড়ে আয় পুন্যের পথে
পাইতে হলে আল্লাহর দিদার ।।
Comments
Post a Comment