অন্যের চোখে

 অন্যের চোখে

খাদিজা বেগম 


অন্যের চোখে কাঁদি আমি 

অন্যের ঠোঁটে হাসি,

অনাহারী আহার আমি

আত্যাচারীর ফাঁসি।


অন্যের মুখের কথা আমি

অন্যের হাতের কর্ম,

পথ দেখানো পথিক আমি 

এটাই আমার ধর্ম।

অন্যের সেবায় নিয়োজিত 

আমি একজন দাসী।।


অন্যের চোখে দেখি আমি 

অন্যের পায়ে হাটি,

অন্যের মনে সযতনে 

তৈরি করি ঘাঁটি।

হাসি হাসি মানুষের মুখ 

অনেক ভালোবাসি।।


সয়না মনে কারো কান্না 

ঝড় উঠে যায় বুকে,

ঘুম আসে না আমার চোখে 

অন্য জনের দুঃখে।

অন্যের সুখে সুখী আমি

আনন্দতে ভাসি।।অন্যের চোখে

খাদিজা বেগম 


অন্যের চোখে কাঁদি আমি 

অন্যের ঠোঁটে হাসি,

অনাহারী আহার আমি

আত্যাচারীর ফাঁসি।


অন্যের মুখের কথা আমি

অন্যের হাতের কর্ম,

পথ দেখানো পথিক আমি 

এটাই আমার ধর্ম।

অন্যের সেবায় নিয়োজিত 

আমি একজন দাসী।।


অন্যের চোখে দেখি আমি 

অন্যের পায়ে হাটি,

অন্যের মনে সযতনে 

তৈরি করি ঘাঁটি।

হাসি হাসি মানুষের মুখ 

অনেক ভালোবাসি।।


সয়না মনে কারো কান্না 

ঝড় উঠে যায় বুকে,

ঘুম আসে না আমার চোখে 

অন্য জনের দুঃখে।

অন্যের সুখে সুখী আমি

আনন্দতে ভাসি।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান