সততা
সততা
খাদিজা বেগম
সততা এমন একটি সম্পদ
যা কোন চোরে পারেনা চুরি করে নিতে,
সততা এমন একটি সম্পদ
যা কোন ডাকাত পারেনা ছিনিয়ে নিতে।
সততা এমন একটি সম্পদ
যা কোন দোকানে কেউ খুঁজেও পাবে না,
সততা এমন একটি সম্পদ
যা ক্রয় করার ক্ষমতা কারোর হবে না।
সততা এমন একটি সম্পদ
যা সৃষ্টিকর্তা দান করেছে মানুষের অন্তরে,
এই সততা অদৃশ্য হয়ে যায়
লোভ-লালসা আর যৌনতার ফাঁদে পড়ে।
মনেপ্রাণে তুমি লড়াই করো
লোভ-লালসা আর নোংরা যৌনতার সাথে,
সাবধান হও, ও মানুষ তুমি
সতর্ক থাকো সাবধানে রাখো এই সততাকে।
সততা ছাড়া অন্ধ তুমি
দেখতে পাবে না আলো আঁধার, ভালো-মন্দ,
ভালো আর লাগেনা ভালো
মন্দিরে মাঝে ডুবে থেকে খুজতে হবে আনন্দ।
পাপে পাপে পাপি হবে
জালিম হয়ে জুলুম করবে তুমি মানব সমাজে,
Comments
Post a Comment