ব্যবধান
ব্যবধান
খাদিজা বেগম
বুঝালে ও বোঝেনা মন
তোমার আমার ব্যবধান,
ব্যাকুল এ মন অকুল হয়ে
করে শুধু তোমায় ধ্যান।।
জানি তোমায় ভালোবাসা
আমার মহা অপরাধ,
তবুও মন ভালোবাসে
জেগে জেগে সারা রাত।
তোমার ছোঁয়া পাবার জন্য
কান্দে আমার অবুঝ প্রাণ।।
তোমার নামটি লইয়া লইয়া
দুই নয়নে ঝরে জল,
বুকের মাঝে খা খা করে
মরুভূমির অবিকল।।
প্রেম বিহনে জ্বলছি আমি
কেমন করে পাব ত্রাণ।।
তুমি থাক রাজপ্রাসাদে
আমার ঘরে নাই চালা,
আমার বলে আছে আমার
তোমায় না পাবার জ্বালা।
আমি বন্ধু আমানিশা
তুমি পুর্নিমার ঐ চাঁন।।
Comments
Post a Comment