বসন্ত এসেছে
খাদিজা বেগম
বসন্ত এসেছে
বসন্ত এসেছে বসন্ত এসেছে
ও বন্ধু আমার বসন্ত এসেছে,
জানিনা কখন আমার এই মন,
তোমাকে না দেখে সে ভালোবেসেছে।
গাছে গাছে দেখো কচি কচি পাতা
ডালে ডালে কত যে পুষ্প ফুটেছে,
ফুলে ফুলে দুলে কালিয়া ভোমোরা
ভালোবেসে খুব প্রণয়ন লুটেছে।
তাই দেখে এই মন তোমার প্রণয়ে
খুব ডুবে ডুবে এসে ডুব দিয়েছে।।
হৃদয় কাননে প্রনায় কোকিলে
কুহু কুহু সুরে তোমাকেই ডেকেছে,
নির্ঘুম রাত্রিতে জেগে জেগে মন
তোমারি মায়াবী সেই ছবিটা এঁকেছে।
জেনে শুনে বুঝে আমার এই মন
তোমার প্রণয় সাগরে ভেসেছে।।
বাতাসে বাতাসে তোমারি সুরভী
আমারই ভেতরে যতোনে ডুকেছে,
নেই কোন সেই বীর পবিত্র প্রেমের
দুই চরণে তার মাথা না ঠুকেছে।
ভিতরে বাহিরে তোল পার করে
তোমাতে এই মন আশ্রয় চেয়েছে।।
Comments
Post a Comment