রাজনীতিবিদ
রাজনীতিবিদ
খাদিজা বেগম
আমরা সবাই এক এক জনা
অনেক বড় রাজনীতিবিদ,
আজ আমাদের স্মরণে নাই
নয় মাসের সেই স্বর্ণ অতীত।
কি হবে আই রাজনীতিতে
নাই বা থাকে গণতন্ত্র?
রাজনীতির রুপ ধরে রাজা
যদি করে ষড়যন্ত্র!
দেশের কথা বাদ দিয়ে সব
গাইছে দেখি দলিল গীত।
কি হবে এই রাষ্ট্র দিয়ে
নাগরিকগণ যদি পালায়?
কি হবে এই সংসদ দিয়ে
সন্ত্রাসীরা যদি চালায়?
সততাকে ধ্বংস করে
ভাঙছে ওরা এই রাষ্ট্রের ভীত।।
কি হবে এই আইন দিয়ে
যদি দলের স্বার্থে হয় পাস?
কি হবে এই নির্বাচনে
যদি কেন্দ্রে থাকে সন্ত্রাস?
রক্ষক সাজা ভক্ষ কাজে
কাজে ভাষণের বিপরীত।।
Comments
Post a Comment